কাহে-কা আত্মগ্লানী এ-সবে আজ !
নেব উপকার , মানি না লাজ -
স্বার্থপর হয়েও নিজে -
অপরকে দেব গালি- প্রতিটি কাজে ।
যখন ছিল প্রচণ্ড দরকার
তখন নতঃ ছিলাম আমি এক মাতব্বর ,
কাজটি উদ্ধার করে -
মত পালটাই আপন আসল সুরে ;
এখন ঠিক রাস্তায় চলি ,
উপকারীকে দেই গালি -
ইহাতেই মান্য, সুরক্ষিত খাবার থালি ।

দোষ দিতে ওস্তাদ মিরজাফর ,জয়চাঁদ ,
এখন যাব চীনে হ’তে আবাদ ;
আমার চরিত্র এর সাক্ষ্যি -
তাকেও দেব শীঘ্র ফাঁকি ,
দেখে নিও হবে না অন্যথা -
বলবৎ থাকবে স্বার্থপরতা !

(১৭-১২-২০২৪)
***বাংলাদেশকে চীন ,এক বিলিয়ন ডলার সাহায্য দেবে > খবর ।