তুমি ছিলে জোয়ারের ঢেউ,
আমি ছিলাম কূলের বালুকাবেলা।
তোমার আসা-যাওয়া ছিল চাঁদের ইশারায়,
আমি অপেক্ষায়, যদি কেউ নাম ধরে ডাকে ।
একদিন হঠাৎ এক সমুদ্র-ভূমিকম্প,
তোমার ঢেউয়ের ছন্দ বদলে গেলো।
তুমি চলে গেলে অন্য এক মোহনায়,
যেখানে আমার কোনো ডাক ছিল না।
আমার বালুকাবেলা খুঁজে পেল এক শুষ্ক মরু,
এখানে কেবল ঝড়ের দাপট,
কিন্তু আশ্চর্য!
ঝড়ের ভিতরেও আমি তোমার রেখা খুঁজি।