পাহাড় জানত, মেঘ একদিন উড়ে যাবে,
তবুও ভালোবেসেছিলো ,
পাথরের বুকেও অসম প্রেম ,
সে কথা কেউ জানে না, শুধু মৌনতা  জানে।

একদিন মেঘ এলো, পরনে হালকা নীল শাড়ি,
আলতো চুম্বনে ছুঁয়ে দিলো পাহাড়ের কপাল।
পাহাড় হেসে বলল—
"আজ আমার নবজন্ম, তুমি আমায় জড়িয়ে থাকো।"
মেঘ মৃদু হাসল—
"আজ তোমাকে স্নান করাবো, বৃষ্টি হয়ে ঝরবো।"

আকাশ শোঁ শোঁ শব্দে
পাঠালো এক ঝাঁক অশান্ত বাতাস,
মেঘের আলুথালু  বেশ ,
বাতাসের শাসন—
কি আছে ঐ উলঙ্গ পাহাড়ের?
তোমার গন্তব্য তো বজ্রের কাছে ৷
প্রিয়তমের অপমানে
মেঘ  গর্জন ভুলে গেল,
সে যে চিরকাল একা,
এক মুখ অন্ধকার নিয়ে
মেঘ ছুটে গেল নিঃশব্দে,
নিজেকে ঢেলে দিলো বজ্রের আগুনে ৷

কিন্তু পাহাড়?
পাহাড় কি তান্ডব ভুলে গেছে,
তার অসংখ্য লাল চোখ  ছাপিয়ে এখন  ঝর্ণা

এ পাহাড় যে কৈলাস হতে শেখেনি ৷