প্রিয়তমাষু,
যদি পার, একবার শেষ দেখা দেখে যাও,
আমি কতটা আনন্দে আছি !
আমার আঙুলে এখনো পাবে গরম অনুভূতি,
কাল ভোর ছটায়, ওরা আমাকে ফাঁসিতে ঝোলাবে।
আমি জানি, তুমি আমায় সন্ত্রাসী বলে ডাকো ,
তোমার মা-বাবা বলে বিশ্বাসঘাতক।
কিন্তু বলো তো,
যে হাতে ছিল পতাকা একদিন,
সে হাতে বন্দুক ধরার দায় কার?
যখন শহরের ন্যাড়া গাছের নিচে অনাথ শিশু
ভাতের বদলে লাশ দেখে বড় হয়,
যখন নদীর জল রক্তের মতো লাল হয়ে ওঠে,
তখনই তো জন্ম নেয় বিদ্রোহ,
আমার মতো মানুষেরা হয়ে যায় নামহীন চিঠি।
আমি চলে যাবো,
তবে রয়ে যাব বাতাসের চাপা দীর্ঘশ্বাসে,
রাতের নিঃশব্দ কান্নায়,
বৃষ্টির শব্দে ভেজা তোমার অনিদ্রায় ৷
যদি কোনোদিন
আমার মত কাউকে দেখতে পাও
হাতছানি দিয়ে
বিপ্লব বলে ডেকো ৷