প্রাতঃভ্রমনে  অনেকের সাথে দেখা  হয়,
অধিকাংশই সাদা চুল,কেউ কেউ লামা
সহাস্যে কুশল বিনিময়, কথোপকথন
যেন কত চেনা,কত আপন,ঝাঁকিয়ে  চলি
স্মৃতি,কখনো আমার কিছুই মনে পরে না ৷

সকাল সন্ধায় পথে ঘাটে চৌরাস্তার মোড়ে  
অনেকের সাথে হয় দেখা, সকলেই চেনা
উপকৃত, অভিনেতা বন্ধু,নিকট আত্মীয়
ইশারায় কাছে ডাকি,চোখ মিটমিট করে
উদাসীন ভাবে যায় সরে অনির্দিষ্ট পথে
আমার আজন্মের অতীত মনে পড়ে যায় ৷

সম্পর্কের পরিণতি কি দ্রুতগামী ট্রেনের
মত,জানালার কাঁচের ওপাশে তৈরী হয়
মুহূর্তের ভালোলাগা, প্রেম কখনো বিষাদ
নিমেষেই উল্টো পথে দ্রুত  সরে যেতে থাকে
জীবনের  ট্রেন ছোটে  নির্দিষ্ট গন্তব্য পথে ৷