ইদানিং অনেক উপহার পাই, অকারণে,
তীব্র গরমে শীতের শাল , ফুলের তোড়া,
কত কি, আড়ষ্ট হাতে নিতে হয়,
একটি জ্বলন্ত দেশলাই কাঠি পেলে ভালো হতো ৷
কফিন তোড়ায় মোড়া জড়াজড়ি ফুল,
না আছে সুবাস,জীবনের গন্ধ,
ঝকঝকে কাগজের রিপ্লিকা,
ভুল করে ছুঁটে আসে স্নিগ্ধ প্রজাপতি
ওরা সরল,নকল বোঝেনা,বোঝেনা মরীচিকা,
স্কুলে পড়েনি ওরা অভ্যন্তরিণ পূর্ণ প্রতিফলন ৷
ঘন কুয়াশা পথে হেটে চলা
শকুনীর খেলার পুতুল হয়ে জুটেছে শীর্ষপদ
অভিশাপের ডলার,নাড়ির গোপন স্থান
আলোকিত মেঘমালা,সুখের ওয়েসিস ৷
জীবন সায়াহ্নে অশ্রুজলে শুধুই থেমে থাকা
শুধুই ভুল, কেন ভুল হে নকল রাষ্ট্রবাদী
এখন শুধু পুড়ে যাবার পালা
একটি জ্বলন্ত দেশলাই কাঠি পেলে ভালো হতো ৷