ভাবছো এখন অনেক বড় তুমি
একাকী হাঁটতে শিখেছ দ্রুত পায়ে
স্মৃতির ধূলা ঝেড়েছ শরীর থেকে
শিকল ছিঁড়েছ সজোরে হ্যাঁচকা টানে ৷
ভাবছো এখন অনেক বড় তুমি
মুছেছ কপালে, কাজল কালো টিপ
সরিয়ে ফেলেছ কোমরের জাল কাঠি
ঝরেনি অশ্রু নরম হয়নি মাটি ৷
ভাবছো এখন অনেক বড় তুমি
হারিয়েছ ঘ্রাণ স্নেহের আগর বাতির
ছিন্ন স্মৃতি চাওনি ফিরে আসুক
সখীরা তোমার মুখ লুকিয়ে হাসুক ৷
ভাবছো এখন অনেক বড় তুমি
চলে গেছো তাই ধরা ছোঁয়ার বাইরে
চিনতে কেন পারছো নাকো তুমি
যখন এসে দাঁড়াই তোমার সামনে ৷
ভাবছো এখন অনেক বড় তুমি
আকাশ থেকে স্বপ্ন নামিয়ে আনবে
শক্ত চোয়াল তোমায় মানায় নাকো
ছোটোই আছো আবার ফিরে আসবে ৷