তুমি রোদে ঘুমাও,
ছায়ায় বিশ্রাম নাও,
জল পেলে ডুবে থাকো,
ডাঙা পেলে উঠে আসো,
কোনটা তোমার আসল পরিচয়?

গ্রীষ্মে হারিয়ে যাও অজানায়,
শীতে ফিরে আসো উষ্ণতার খোঁজে,
জীবনের মানে কি তবে
শুধুই সুবিধার হিসাব?

তুমি সদা  রহস্যময়,
প্রয়োজনে নত, অপ্রয়োজনে কঠোর,
সব কিছুর মাঝেই এক অলিখিত সমঝোতা,
যেখানে সত্যের মানে বদলে যায়।

কচ্ছপ দৌড়ে জয়ী হয়েছিলে,
গল্পটা শুনে মনে হলো,
তবে কি আমিও  পারবো ?
আমি তো শিখিনি
জলে হাঁটতে, ডাঙায় ভাসতে
আর ঠিক সময়মতো
দৌড়ে প্রথম হতে ৷

কোনো একদিন,
তোমার কাছে যাবো ,
গোপনে জেনে নিতে
দুই কূলে বেঁচে থাকার চতুর মন্ত্র ৷