প্রতি পূর্ণিমায়, আমি একাই দাঁড়াই
আকাশের নীলে, অচেনা কোনো দরজার সামনে।
চাঁদের আলো কি আজ বিদ্রোহী হলো?
নাকি নিঃশব্দে   বিদায় নেওয়ার সংকল্প  নিয়েছে ৷

এ কোন আলো
এ আলো তো শিশুর বিস্মিত চোখ নয়,
নয় নববধূর ঘোমটার নীচে
কোমল প্রশ্রয়।
এ আলো তো নেই পুরনো চিঠির ভাঁজে,
নেই চিরচেনা রূপকের মায়ায়।

আমি  আজন্ম খুঁজি সেই আলো—
যে আলো তীর হোয়ে ঢুকে যাবে
বুকের ভেতর ,
যে আলো ছিঁড়ে ফেলবে চার দেয়ালের সংজ্ঞা,
পায়ের নিচে বিছিয়ে দেবে  অজানা পথের নক্সা ।
আমি সেই আলোয় হাঁটবো,
নিরন্তর হাঁটব,
পিছনে পড়ে থাকবে ঘুমন্ত শহর।
আকাশের বুকে ঝুলবে এক অনড় চাঁদ,
আর দিগন্তের ওপার থেকে ভেসে আসবে
অচেনা কণ্ঠস্বর—
চলো, চলো, অনেক পথ বাকি পড়ে আছে ৷