তোমার প্রতিটি কথা এখন কর্কশ লাগে
প্রতিটি কথাই বড় বেমানান
ভেবেছো তোমার স্তুতি সকলের মুখে
বাঁচার তাগিদে মায়েরা ভিক্ষা মাগে ৷
তোমার প্রতিটি মিথ্যা এখন ঘেন্না করি
হাত পা ছুঁড়ে শূন্যে কাট সাঁতার
ক্ষমতার আস্ফালন রুগ্ন বাঘিনীর মত
ছলনার প্যাঁচে যেন ভয়েতেই মরি ৷
তোমাকে ঘিরে থাকা বিদুষক যত
মারিচের মত করে ছলনা
কুৎসিত তুমি,সরে যাও,চলে যাও
চলে যাও পিশাচিনী পাথর প্রতিমা ৷