এ দেহ কোথায় শুইয়ে রাখি?
পৃথিবীর কোলে, নাকি আকাশের শূন্যে?
মাটির গভীর অন্ধকারে,
নাকি আগুনের চিতায় এক নিঃশব্দ রাতে?
নদীর বুকে রাখি? সে তো বহমান—
ভাসিয়ে দেবে সময়ের স্রোত।
পাহাড়ের চূড়ায় রাখি?
সে তো নীরব, কখনো কাঁপে বজ্র নিনাদে ৷
শুধু স্মৃতির শিলালিপিতে লেখা অমোঘ এক নাম,
এক দীর্ঘশ্বাস ,যে সত্তা রয়ে যায় অক্ষর হয়ে ,
সে বেঁচে থাকে পাঠকের হৃদয়ে,
প্রিয়জনের শোকার্ত নীরবতায় ৷
( বাংলাসাহিত্যের নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ কে স্মরণ করে লেখা )