এখন আর পাখির ডাকে ভাঙে নাকো ঘুম
ঘুম ভাঙে ফেরিওয়ালার সুরেলা চিৎকারে
সততা বিক্রি আছে ,স্বল্প মূল্যে সততা
প্রতিদিন জানালা খুলি, দরজা খুলিনা ৷
সততা কিনবো কেন এইতো আছি বেশ
স্ত্রী সন্তান নিয়ে সুখে,আছি মাংস ভাতে
কাঙাল কাঙাল বলে নাটকেতে আছি
প্রচুর আনন্দে আছি,গঠন করবো দেশ ৷