কেমন যেন আলুথালু বেশ, উচ্চ মেধা
শরীরে মাটিরগন্ধ,বৃত্তের কেন্দ্রে যেতে চাও ?
না জানো সাঁতার,না আছে শক্ত ডানা,
সূর্য থেকে শক্তি নাও, অক্ষ বরাবর
তোমাকে আমৃত্যু ঘুরে যেতে হবে ৷
তোমারই নিকট বন্ধু,পরিপাটি বেশভূষা,
মধ্য মেধা,সমগ্র শরীরে মুদ্রার সোদা গন্ধ ,
রয়েছে কেন্দ্রের খুব কাছাকাছি,
ছোট ডিঙা নিয়ে,চোরা স্রোতে পৌছে যাবে দ্রুত ,
নিশ্চিৎ,আছে অদৃশ্য অভিকেন্দ্রিক টান ৷
সিক্ত অশ্রু নিয়ে উচ্চ মেধা চেয়ে দেখ,
তোমার কঠিন রিপু, অচেনা নিম্ন মেধা ,
শরীরে জুড়ে নীল রক্ত স্রোত, ক্ষমতার সুবাস,
আকাশযানে পৌছে গেছে কেন্দ্রের গভীরে
বিদুষক সহ, তোমাকে মেনে নিতে হবে,
আমাদের ও আজন্ম মেনে নিতে হয় ৷
এই ভাবেই চলমান মাদারির খেলা,
বৃত্ত ক্রমশ বড় হয়,চলে শাসন,কেন্দ্রমনি নিম্ন মেধা
সঙ্গে সহচর মধ্য মেধা এটাই নিয়তি ৷
বৃত্ত আরো বড় হয়,ক্রমশ বড় হতে থাকে
পরাজয়ের গ্লানি বৃষ্টি হয়ে ঝড়ে পরে ,.
হারিয়ে যায় প্রজন্মের পর প্রজন্ম ৷