শব্দেরা আজ নিঃশব্দ,
সন্ধ্যার শহরে জমে বিষাদ,
বাতাসে ভাসে হারানো স্বপ্ন,
উত্তর খোঁজে কি ম্লান চাঁদের আলো ?
এই শহর কি জানে,
আমরা প্রতিদিন একটু একটু করে
হারিয়ে যাই—
ভিড়ে, শব্দে, কোলাহলে,
নিজেদেরই ছায়ায়?
রাস্তার ধুলোয় মিশে থাকে
অগণিত না-বলা কথা,
ফুটপাতের নির্জন কোণেও
শুয়ে থাকে কিছু ভাঙা স্বপ্ন।
আকাশের গায়ে
কেউ একটি প্রশ্ন ও লেখেনি,
তবু বাতাস জানে, ঐ চাঁদের আলোয়
জন্ম নেয় নতুন একটি কবিতা
ক্লান্ত পথিকের চোখে,
কিম্বা কারও চাপা দীর্ঘশ্বাসে ৷
-