অনেক হয়েছে আর নয়
সরে যেতে হবে চোখ বুজে
চলে যেতে হবে
মহাশূন্যে,সাদা পায়রার খোঁজে ৷
সেদিন ও ছিল মায়াবী হাতছানি
বিমুগ্ধ শারীরিক সুখ,প্রেমের প্লাবন
নীল জোছনায় হাতে হাত রেখে পথ চলা, তুমি চন্দ্রমুখী
কেউ কি আছ আমার মত সুখী ?
সুখ কি মনের? মন বলে কিছু আছে? এ শুধূ
মস্তিষ্কের রসায়ন কখন ধবল কখন ধুসর
কখন আলো কখন বা নিকষ অন্ধকার,
বারবার  ফিরে আসে ,  আর কতবার ৷

হঠাৎ কি যে হোল,ছিঁড়ে গেল সুতো  
করুণ  চোখের বৃষ্টি থেমে গেল
কালো জিভ থেকে ঝড়লো হলাহল
তবে কি ইবলিশ ফিরে এল ?