এক টুকরো অন্ধকার অথচ সজীব,
অন্ধকার রোজ দেখি সকাল দুপুর,
দিঘি চোখে চেয়ে থাকি অবাক বিস্ময়ে
কত চেনা লাগে তাকে থাকলে বহু দুর ৷
হাত বাড়ালেই স্পর্শ পাব জানি
উথাল পাথাল তবুও করে বুক
ঘরের ভেতর অবাধ প্রবেশ জেনেও
তাকিয়ে থাকি এটাই অলীক সুখ ৷
বর্যা এল মেঘের ঘনঘটা
পানসী ছোটে নদীর উজান ঠেলে
পাখিরা সব ভয়ে আতঙ্কিত
স্বপ্ন গুলো ওড়ে পাখনা মেলে ৷
চেনার মাঝেও অনেক অচেনায়
গভীর রাতে তোমায় স্বপ্ন দেখি
কোমল স্বরে ফিসফিসিয়ে বলি
দুরেই থাক আমার কৃষ্ণকলি ৷