তোমাকে আর ডাকবো না
তুমি ক্লান্ত, অনন্ত বিশ্রামে থাকো
আমি পাহারায় আছি ৷

তোমাকে আর ডাকবো না
যতই ডাকুক গৃধ্র দল নেতা
ধর্মান্ধ হিংস্র কাপুরুষ
যতই বাজুক  বিষাদ সাইরেন,
মরিয়ম বিবির তীব্র হাহাকার,
তুমি ক্লান্ত, শান্তিতে থাকো
আমি পাহারায় আছি ৷

তোমাকে আর ডাকবো না
তুমি স্বপ্নহীন ঘুমিয়ে থাকো,
তোমার শিশু এখন শরনার্থী শিবিরে
আর কাঁদেনা মা মা বলে
আমি পাহারায় আছি ৷

তোমাকে আর ডাকবো না
তোমার চিতার আগুনে গরম হয়েছি
কাঁটাতারের ক্ষতে নিয়েছি ছাই মেখে,

এখন আমরা নিরাপদ আশ্রয়ে
এখন রাইফেলের ট্রিগার ধরেছি ৷