ঠাণ্ডা ঘর,আগুন ঝরা চোখ
রূঢ় কণ্ঠে বলেছ, সময়ের মূল্য শেখেনি?
পলের হিসাব গুনে গুনে দিতে হবে ৷
মনে কি পড়ে সেদিনের কথা
সভা গৃহে রক্তাক্ত নিথর দেহে
পড়ে ছিল আদরের কাঞ্চনা
সাপের হিসহিস, উৎসুক চোখ ঘিরেছিল লৌহ কপাট,
একটি বার যেতে দাও, ছুঁতে দাও,মা এর কাতর আকুতি
সময় আসেনি, কখনো আসেনা,অপেক্ষার রাত হয় শেষ
অশ্রুপাতে অন্ধ দাঁড়িয়ে থাকে অভাগির মা ৷