দাঁড় কাক মিষ্টি গলায় ডেকে উঠলো কা কা
একটু রেগে বলে উঠলাম এখানে তোমার কি চাই
অতি বৃদ্ধ আমি এখন , নেই কোন আত্মীয়
দাঁড় কাক কর্কশ গলায় ডেকে উঠলো কা কা

আমার বাবা জাননা কি তোমার বড় ভাই ৷

লম্বা ঠোঁটের পাখি  আমি  হিংসুটে নই জানো
আবর্জনা রোজই সরাই করি প্রাণ পাত
তোমার কেন জমিয়ে রাখ, আর বেশী নেই দেরি
দাঁড় কাক  কঠিন গলায় ডেকে উঠলো কা কা

বিপদে পরলে কখনোই আর হবেনা  বাজিমাত ৷

মনের ভিতর আবর্জনা সরিয়ে ফেলা কষ্ট
ভেবেছো তাই এসব করা শুধুই সময় নষ্ট
ধর্ম নিয়ে যুদ্ধ কর মৃত মানুষে ব্যবসা কর
প্রজন্ম টা শেষ করেছ নেইকো কিছুই বাকি
দাঁড় কাক হুঙ্কার দিয়ে ডেকে উঠলো কা কা

যদি পার শুধরে যাও আমি তোমার ভাইপো ৷