যদি না থাকো তুমি—
কবিতার খাতা হয়ে ওঠে শুষ্ক মরুভূমি,
কলমের কালি ফ্যাকাশে ধূসর,
শব্দরা হাঁটতে  যায় ভুলে , দেয় হামাগুড়ি,
বোবা অক্ষর  ঘুমিয়ে থাকে ক্লান্ত শরীরে ।

যদি না থাকো তুমি-
সকালের রোদ্দুর হয়ে যায় নীরস, সাদামাটা,
বিকেলের মেঘ মুছে ফেলে রঙের কোলাজ,
রাতের তারারা নিভে গিয়ে ফিসফিস করে বলে,
"সে কি কখনো আর আসবে না ফিরে" ৷

যদি না থাকো তুমি_
শূন্যতার সুর বেজে ওঠে  পূর্নিমার রাতে ,
শিরায় শিরায় জমে ওঠে রক্তনীল কুয়াশা ,
শরতের কাশফুল থমকে  যায় দোলার আগে ,
শব্দেরা হারিয়ে ফেলে ছন্দের খেলা।

ফিরে এসো সৃজিতা,শুধু একবার
ছুঁয়ে দাও নীরব কাগজের বুক,
দেখো কেমন ঢেউ ওঠে ভাষার সাগরে ,
দেখো কীভাবে  
কবিতায়  জেগে উঠে নতুন বসন্ত ৷