জীবনবাবু  কেমন আছেন,ভালো তো ?

অনেক গুলো পোষ্য নিয়ে  ভরা সংসার,
খরগোস,কুকুর, বিড়াল, কিছু মানুষ,
এদের মধ্যে  ছিলো কি বৈরিতা ?
কাঁদিয়ে কিছু মরেছে,কিছু এসে ভরাট করেছে শূন্য স্থান
প্রতিনিয়ত, অমোঘ নিয়মে ৷
খুব প্রিয় একটা খরগোস ছিলো,
শান্ত মায়াবী জল ভরা চোখ
মরে গেছে বছর তিনেক আগে অনশনে ৷
ছিলো একটা কানকাটা সোলালী কুকুর,
ককার স্প্যানিয়েল ,রেশম কোমল দেহ
খুবই অস্থিরমনা,সাতটা বছর
লাফিয়ে ঝাঁপিয়ে এখন রসাতলে ৷
একটা বিড়াল ছিলো,নেতা টাইপ, কালো হুলো
আজন্ম নেওটা,দলত্যাগ  করে হঠাৎ  চলে গেছে
আর ফিরবে না কখনো ৷
শুধু  রয়ে গেছে কিছু দুষ্প্রাপ্য হাড়গিলা ,
ছেঁড়া পাঞ্জাবি পরা পোষ্য দুটো বুদ্ধিজীবী
চিরকাল যারা বাঁ হাতে পাঞ্জা লড়েছে
গত চোদ্দ বছর বোবা হয়ে ছিলো
এখন দুটোই  অন্ধ হয়ে গেছে ৷

জীবনবাবু  কেমন আছেন এখন,ভালো তো ?