ডাকবে? কেউ ডাকবে?
প্ল্যাটফর্ম ফাঁকা, ট্রেন চলে গেছে—
তুমি কি এখানে  ছিলে ?

ভাসে কিছু  শব্দ হীন নাম,
জোনাকি জ্বলে, নিভে যায়—
তুমি কি কিছু দেখলে ?

সিগন্যাল  বদলায় রঙ,
পায়ের শব্দ যায় থেমে
তুমি কি কিছু শুনেছো ?

আমি দাঁড়িয়ে আছি,
ছায়ারা লম্বা হয়,
অপেক্ষা—
নাকি বিদায়?