চায়ে চুমুক দিয়ে বাবু বললেন সুপ্রভাত
আমি সবে বসছি ভোরে , খেতে পান্তা ভাত ৷
এখনো কেন আছিস বসে জলদি কররে হরি
আগুন চোখে তাকিয়ে বলেন ছুটছে আমার ঘড়ি ৷
অলস কেন , ঘুমাস কেন ,প্রতিদিনের গান
সারাদিন তোকে রুইতে হবে অনেক জমির ধান ৷
চুরুট মুখে বাবু মশাই বসেন গাড়িতে
হাঁপিয়ে ছুটি, গড়িয়ে পড়ি ,ভেজা মাটিতে ৷
বাবুর বিরাট অট্টালিকা আমার ভাঙা কুঁড়ে
ভাগ্য কেন দাড়িয়ে থাকে ,মুচকি হাসে দূরে ৷
বাবুর চলন বিলাস বহুল , কুৎসিত তার মন
রক্ত চুষে প্রতিনিয়ত তার পাহাড় সমান ধন ,
নোংরা স্বভাব ঢাকা যে তার সাদা কাপড়ে
দুমুঠ খেতে পাব রোজ তাই পুড়ি হাপড়ে ৷
আমার নাম হরি মুদি একটু সরে এসো
গল্প সবে শুরু হয়েছে সময় নিয়ে বসো,
গরীব লোকের গল্প কি আর শুনতে চায়রে মন
বাবুর মত সুযোগ খোঁজো বানাতে কালো ধন ৷