দ্রৌপদী আজ আর সভায় নয়,
সে দাঁড়িয়ে আছে আদালতের বারান্দায়।
কোনো দুর্যোধন নেই, নেই দুঃশাসন,
তবু প্রশ্নবাণ আসে বারংবার—
"প্রমাণ দাও, তুমি পবিত্র কিনা?"
ধর্ম যুদ্ধ শেষ বহুকাল
আজ সে একা, একেবারেই একা ,
বিচারের চাবুক গর্জে নেমে আসে,
পত্রিকার শিরোনামে লেখা হয়
"সংস্কার বিরোধী এক নারীর বিচার!"
ছলছল চোখ তবু মৃদু হাসি
সে জানে, যুগ পাল্টায়, নিয়ম নয়।
পাঁচ স্বামী নয় পাঁচশো বিচারক,
তাদের চোখের ভাষা এক,
তাদের রক্তের রং এক ৷
দ্রৌপদী আজ আর কাপড়ের আশায় নয়,
লড়াই শুধুই অস্তিত্ব রক্ষার
সহস্র কৃষ্ণেরা এখন শুধুই নীরব,
নেই সূদর্শন চক্র,নেই হস্তক্ষেপ ,
একমাত্র হাতিয়ার ময়লা সিসিক্যামেরা ।
তবু দ্রৌপদী থামে না,
সে এবার নিজেই নিজের কৃষ্ণ,
কাঠগড়া নতজানু,বিড়বিড় কোরে বলে চলে
"যে আগুন তোমাকে পোড়াতে চায়,
সেই আগুনেই খুঁজে নাও নিজেকে নতুন করে "