যে পাত্রে রাখবে তাকে
ধারন করবে তার আকার
অন্ধকারে  জ্বলতে পারে
সূর্য উঠলে হয় আড়াল ৷

ছোট্টো ঘরে শয্যা পাতা
ফুলদানিতে ফুল
মদের গেলাস চলকে ওঠে
এলোমেলো তার চুল ৷

স্বপ্ন ছিল , স্বপ্ন দেখে
কন্যা আমার নীল জোনাকি,
পুত্র  রাজা, ছুটবে ঘোড়া
সব পেয়েছি,আর কি  বাকি?

স্বামীর বুকে রাখবো মাথা
ভেসে আসবে প্রেমের গাঁথা
আঙুল আমার স্বামীর কেশে
চাঁদ তাকাবে মুচকি হেসে ৷

সেদিন ছিল ঝড়ের মাতন
সব হারালো বন্ধু স্বজন
বছর গুলো আসছে ঘুরে
দেহ পসারিনী  আস্তাকুঁড়ে ৷