একটি বৃষ্টি চেয়েছিলাম
এক টানা অনাবৃষ্টি
একটি বৃষ্টির খুব প্রয়োজন ৷
রক্তে ধোয়া পথ, রাঙা
সর্পিল ,দুর্গম অথচ মলিন
বাবলার কাঁটা ছড়িয়ে ছিটিয়ে,
"যেতে নাহি দিব" কঠিন অবরোধ
একটি বৃষ্টির খুব প্রয়োজন ৷
যেতে হবে ধীরে অগোচরে
দেহে আগুনের পরশ, জ্বালা
বিষাক্ত ক্ষত শরীরে, হৃদয়ে,
লক্ষ্য স্থির,মনের আদেশ
একটি বৃষ্টির খুব প্রয়োজন ৷
চড়াই উৎরাই,আর একা নই
যুক্ত হাজারে হাজারে,হাতে হাত ধরে
দীর্ঘ অলিখিত মানব বন্ধন,
ঐ শেষ দেখা যায়,স্বপ্নে কত চেনা
একটি বৃষ্টি স্বর্ণ বারি ঝরে ৷