জন্মান্তর আছে কিনা জানিনা
যদি থাকে,পরজন্মে বৃক্ষ হতে চাই ৷
মানুষ হয়ে কাটলো তো বহু বছর
দেওয়ার তো ছিলো অনেক কিছু
উপুর হয়নি হাত,একি অহঙ্কার
নাকি জমে থাকা বিদ্বেষ, ক্ষোভ,অভিমান ৷
বৃক্ষ হতে চাই,গহীন বনের মাঝে
যেখানে দাড়িয়ে থাকে কর্ণ ভেষজ
শাল পিয়াল কিম্বা ফুটন্ত পলাশ
ধ্যান মগ্ন সন্ন্যাসী মত নিশ্চল অবিরাম ৷
বৃক্ষ হতে চাই শেখাতে ভালোবাসা
চেতনার শ্বাস বায়ু ঢেলে দিয়ে
মুক্ত করতে জারিত অঙ্গার বিষ,
টিকিয়ে রাখতে সম্পর্কের বেড়াজাল ৷
বৃক্ষ হতে চাই জন্ম জন্মান্তর,
থামাতে ধর্ম যুদ্ধ,বোঝাতে মিলে মিশে
বেঁচে থাকার অপার্থিব সুখ
আজন্ম শিকড়ে শিকড়ে বৃক্ষ বন্ধন ৷