রাস্তার ধারে পড়ে ছিল মৃতদেহ
শীর্ণ কাজল টানা চোখ
কি রোগে মরেছে জানিনা
দেহ নিয়ে হবে নাকি রাষ্ট্রীয় শোক ৷

রাস্তার ধারে পড়ে ছিল তরুন যুবক
শীর্ণদেহ ফুলে মৃত হয়েছে নধর
বৃষ্টি ভেজা মধ্যাহ্নে বাজ , শব্দ করকর
বারে বারে দেখে যায় কোটালের চর ৷

রাস্তার ধারে পড়ে ছিল নাম গোত্রহীন
শশ্মান ঘাটে খরচ আছে ,কটা টাকা দিন
কপালে ঠেকিয়ে হাত মানুষ চলে যায়
যমের অরুচি, স্টলে ফুচকা কিনে খায় ৷

রাস্তার ধারে পড়ে ছিল দেশের নাগরিক
আজন্ম অভুক্ত ছিল,  রাষ্ট্র নেতা ধিক
ঐশ্বর্য  আরো চাই ,নিকট নাকি দূর
ডাইনিং টেবিলে রানী তুলছে ঢেকুর ৷

রাস্তার ধারে মৃতদেহ আরো পড়ে থাক
মন্ত্রী পরামর্শে রাজা দিলেন নিদান
ফুল হাতে রাজা যাবে, হবে রাজনীতি
নাটক চালিয়ে যাবে ,যার নেই ইতি ৷