সে চায়, একটা সমুদ্র,
কিন্তু ঢেউহীন,শুধুই নীলের গভীরতা।
আমি বোকার মতো তুলে আনি এক চিলতে আকাশ,
তার উত্তর—এটা তো সেই সমুদ্র নয় ৷
সে চায়, একটা বন,
কিন্তু গাছ নয়, চাই কেবল সবুজের ঘ্রাণ।
আমি বুকপকেটে ধরে আনি ভেজা পাতার গন্ধ,
তার উত্তর—এটা তো দেখা যায় না ৷
সে চায়, একটা গান,
কিন্তু শব্দ নয়, চাই শুধু সুরের মূর্ছনা।
আমি আঙুল চালাই তারহীন সেতারের বুকে,
তার উত্তর—এটা তো শোনাই গেল না ৷
সে চায়, ভালোবাসা,
কিন্তু অভিমান নয়, অপেক্ষাও নয়।
আমি দু’হাত ভরে তুলে ধরি নিজেকে,
তার উত্তর—তুমি তো আমার নও ৷