তোমাকে অনেক বলেছি দাঁড়িয়ে থেকোনা
ফিরে যাও,ফিরে যাও,নচেৎ
প্রথমে পুড়বে পা,তারপর সমস্ত শরীর
জ্বলে যাবে তুষানলে,এ আগুন নেভেনা
স্মৃতি সত্তা ভবিষ্যৎ গ্রাস করে নেবে ৷

কি এমন অভিমান,জল শৃঙ্গার শেষে
এলোচুলে নেমে ছিলে অগ্নি পরীক্ষায় ?
কে ডেকে ছিলো ? নাকি ছিলে মোহগ্রস্থ
তুমি তো ঈশ্বর কন্যা নও,যাযাবর মহীয়সী
হয়তো খেলার ছলে জনক নন্দিনী
মনে রেখো পদেপদে দশানন সামনে পেছনে,
তোমার সাথী বহুরুপী, রামচন্দ্র হতে পারেনি ৷

তোমাকে অনেক বলেছি দাঁড়িয়ে থেকোনা
এখানে কেউ দাঁড়িয়ে থাকেনা,যদি পার
বৃষ্টির মেঘ ডেকে আনো,হোক পুনর্জন্ম
আরও কিছুদিন বেঁচে থাকা আত্মায় দুরাত্মায় ৷