শৈশবে আমার একটা আকাশ ছিলো
একান্তই আমার,ঘন নীল,মেঘেরা এঁকে দিত
মানব মানবী,রূপকথার রাজকন্যা
এখন শুধুই কালো,পরিত্যক্ত ইজেল,
আকাশ বড়ই ছোট হয়ে গেছে
ইচ্ছে হয় প্রিয় আকাশ রামধনু হয়ে থাক ৷
শৈশবে আমার একটা অরণ্য ছিলো
একান্তই আমার,ঘন চির সবুজ,
এলাচ ফুলের কারুকাজ,পাখপাখালির মিষ্টি কলতান,
এখন শুধু পাতা ঝড়া ,দেহ সর্বস্ব বড় বড় গাছ
অরণ্য হারিয়েছে একান্নবর্তী পরিবার
ইচ্ছে হয় অরণ্য দাবানলে ভষ্ম হয়ে যাক ৷
শৈশবে আমার একটা নদী ছিলো
একান্তই আমার,জলঅনুরাগী,মাছেদের সুখের সংসার
স্বচ্ছ জলে কখনো কখনো স্রোতের শৃঙ্গার
মাঝিমাল্লার করুণ কানাকানি,
এখন কেমন শীর্ণ,হারিয়েছে পথ
ইচ্ছে হয় প্রিয় নদী মরুভুমি হয়ে যাক ৷
এখন বড় হয়ে গেছি,অনেকটাই রড়
বড় বলেই মুছে গেছে স্বপ্ন অভিসার ৷