আমি কারো নই,
হাঁটি একা, নিজের পথে,
যেখানে নেই কোনো অভ্যর্থনা,  
নেই ঝাড় বতির আলো।

আমি কারো ছায়া হতে চাইনি,
কণ্ঠে মধু মিশিয়ে বলিনি,
" হে ব্রুটাস,তুমি কত বড় !"
বরং বলেছি পচা গন্ধ
তোমার মঞ্চের পেছনে ৷

আমি কারো বাহুতে আশ্রয় খুঁজিনি,
কারো সাগর চোখে  ফেলিনি নোঙর ,
আমার পরিচয়  —
শুধু একখানা নির্লিপ্ত মেঘ ,
যা চাঁদ কে আড়াল করে দেয় ।

আমি উত্তর দিতে  শিখিনি ,
শুধু শিখেছি প্রশ্ন করতে,
চোখে চোখ রেখে
"তুমি যে মুখোশ পরেছো, সেটি কার?"

হয়তো তাই,
আমি আমন্ত্রণ পাইনি কোনো সম্বর্ধনা সভায় ,
কেউ তোলেনি  আমার নামে শ্লোগান,
কেউ রাখেনি আমার জন্য ফুল।


আমি কারো নই
এই আমার স্বাধীনতা ,
আমি সেই  ঋজু শিকড়, যে গভীর অন্ধকারেও
নিজের জায়গা খুঁজে নেয় ৷