প্রতি  জোছনায় আকাশের দিকে তাকাই,
একটা মুখ যেন চাঁদের পাশে ঝুলে থাকে,
অস্পষ্ট, তবু চেনা,
আমি কি তাকেই খুঁজি?

ঘরের ফিরে আয়নার সামনে দাঁড়াই,
চুল আঁচড়াই, মুখে হাত বুলাই,
নিজেকে বলি, "ভালো আছিস তো?"
সেই মুখটা বিকৃত করে হাসে
আমি পিছিয়ে আসি
আমার পা আটকে যায়
অদৃশ্য শিকলে ৷

একদিন হঠাৎ আয়না ভেঙে  যায়
অসংখ্য  কাচের টুকরোয় একেকটা  ভিন্ন ভিন্ন আমি,
কেউ হাসে, কেউ কাঁদে,
কেউ  দেখায় ভয়,কেউবা অভিশাপ ,
আবার কেউ শাসিয়ে বলে—
শালা হারামজাদা !

আমি হাত বাড়াই, ধরতে চাই নিজেকে,
প্রতিবিম্ব গুলো  দূরে সরে যায়,
ভাঙা কাচে এখন  শুধুই চাপচাপ অন্ধকার !

আমি কি সত্যি ছিলাম
নাকি হারিয়ে গেছি হঠাৎ
বিভ্রান্ত প্রতিবিম্বের ভেতর?