ঘুম ভাঙতেই জানালার ফাঁক দিয়ে দেখি
সকাল নেমেছে রঙ মেখে ঘরের কোণে।
ভেজা রাস্তায় গান ধরেছে ভোরের বাউল,
রাম বাবু ব্যাগ হাতে ছুটছেন বাজারের পথে,
মতি মিঁয়া অফিস চলেছেন ব্যস্ত জন স্রোতে।
জোসেফের হাতের মুঠোয় খবরের কাগজ,
সিং জীর চোখে লেগে আছে রাত জাগা
ঘুমের আবেশ ৷
গলির মোড়ে ধোঁয়া ওঠা চায়ের কাপে
জমে উঠেছে নিঃস্ফলা ব্যস্ততার গল্প ,
রিকশার টুংটাং, বাসের হর্ন,
রুটির সন্ধানে ছুটে যাওয়ার তীব্র কোলাহল।
প্রায়শই আমার আকাশের এক কোণে
ঘন মেঘ আলতো উঁকি মারে ,তবে কি ঝড়ের পূর্বাভাস?
জীবন চাকার শব্দ বলে চলে
আঁধারেই আলো খুঁজে নিতে হয় ৷