জ্বলছিল আগুন শব্দহীন বনফায়ার
মুখোমুখী বসে দুজন একান্ত আপন
কিছু দূরে কয়েক টা কালো মাথা
অবাক  বিস্ময়ে  বসেছিল কান পেতে  
যদি শোনা যায় কথোপকথন ৷
আর কত সময় দিতে হবে
তীরের ফলা ধারে চকচক,
বন্দুকের নলে নেই জং এর মলিনতা,
শুধু বাহুর শক্তি কমে গেছে
মনের অস্থিরতা অবিরাম ৷

বার্তা আসে আগে হিসাব কষে নাও
আমরা কত ওরা কত ,
এখন শুধু চাই শান্তির  মেঘভাঙা বৃষ্টি
যা রক্তের দাগ ধুয়ে মুছে দেবে ৷
কালো মাথাগুলো পরস্পর দূরে সরে যায়
ছিন্ন পোষাক দিয়ে অন্তর্বাস ফুটে ওঠে
কি পেলাম সব ছেড়ে, রয়ে গেল একই তন্ত্র জাল ৷

একটার পর একটা জীবন পুড়ে যায়
কালপুরুষ শুধু ভাবে ওরা কি করে আগে তো দেখি
তার পর না হয় নামা যাবে
সুদ আসল দুটোই পাব
পরিবার নিয়ে থাকবো দুধে ভাতে ৷