কালো চশমা পরা ঢ্যাঙা লোকটাকে আলেকালে দেখতে পাই,  একটু কুঁজো, হাত দুটো শরীর বরাবর থাকে ঝুলে,
হেঁটে চলে যায় রাজপথে, অলিতে গলিতে ,কাকে যেন খোঁজে,কখনো কত চেনা কখনো বড়ই অচেনা মনে হয় ৷

ইচ্ছে হয় চশমা খুলে চোখ দুটো দেখি
হয়তো অন্ধ,বসানো আছে দুটি পাথরের চোখ
অথবা চোখ দুটি গনগনে আঁচ,ঢেকে রাখে,
চায়না দিতে জৈবিক তাপ,কৃপণ অতিশয় ৷

লোকটাকে এখন রোজ দেখি বিক্ষোভ সমাবেশে,
কখনো অনশন মঞ্চে,অথবা শান্তি মিছিলে ,
ঠোঁট কাপে, বিড়বিড় করে কি যেন বলে
কেউ বোঝেনা,বোঝাার চেষ্টা করেনি কখনো ৷

কালো চশমা পরা ঢ্যাঙা লোকটা এখন ঋজু,
সোজা হয়ে হাঁটে, ডান হাত শূন্যে তুলে ধরা,
ক্রমাগত নাড়তে থাকে হাত,ছুটে আসে শতশত
নিঃশব্দে সার বেঁধে,ভেঙে দিতে ঘৃণ্য রাজবাড়ি,

হ্যামিলনের বাঁশিওয়ালা এগিয়ে চলে দ্রুত পায়ে
বাঁশিওয়ালার হাত পাঞ্জা  জাতীয় পতাকা মনে হয় ৷