শীত দীর্ঘমেয়াদি হলে
আমরা উষ্ণতা চেয়ে-
দরখাস্ত লিখি, ফেরত খামসহ!
খামের ওপর লিখে দেই-
সদর পোস্ট অফিসের নাম
যে ঠিকানায় আমি থাকি না!

আসলে আমরা শীত ভালোবাসি
শীতের আলিঙ্গন ভালোবাসি
অথচ জবুথবু শীতে রোগের প্রকোপ বেশি
আমরা রোগে আক্রান্ত হই
অদ্ভুত এক মায়াবী ছলনা রোগ
যে রোগের কোন প্রতিষেধক নেই
আমরা প্রতিরোধ করি, কার্যকর প্রতিরোধ

শীতের দেশে যত কানাঘুষা চলে
সুনশান নিরবতায় কানাঘুষাও-
বিকট বিশ্রী মনে হয়
ট্রেনের হুইসেল মনোযোগ কাড়ে
জীবনটা ট্রেনময়, ঘুরেফিরে একই গন্তব্যে
আমরা আজব এক ট্রেনের যাত্রী
যে ট্রেন কালকিনি হয়ে মাদারীপুর যায়
বিলোনিয়া থেকে ট্রেন এলে শহর জাঁকজমকপূর্ণ হয়ে ওঠে!

১৮/০১/২০২৪
০৩ঃ১৫ রাত



*
*
Winter Train


If the winter is prolonged
We seek warmth-
Write the application, return envelope!
Write on the envelope:
Name of Sadar Post Office
I do not live at that address!

Actually we love winter
Love the winter hugs
However, the incidence of disease is high in winter
We get sick
A strange delusional disease
There is no cure for the disease
We resist, effective resistance

As much whispering goes on in the land of winter
Whisper in the silence-
It seems very awkward
The train whistle draws attention
Life is like a train, going back and forth to the same destination
We are passengers of a strange train
The train goes to Madaripur via Kalkini

When the train came from Bilonia, the city would become magnificent!


18/01/2024
03:15 night