আমাদের সমাজ ব্যবস্থায় গণতন্ত্র আছে!
কোন কোন দেশে রাজতন্ত্র বহাল তবিয়তে!
কোন কোন দেশে সমাজতন্ত্র বীরবিক্রমে!
আজব এক দেশ উত্তর কোরিয়া,
প্রবল পরাক্রমে টিকে রয়,
কোন ফিকির ব্যাতিরেকে!
তারা না গণতন্ত্র, না সমাজতন্ত্র কায়েমে
তারা ভোট ও ভোটের রাজনীতি বোঝেন না!
আস্থাহীন পরম অবিশ্বাসে দিনাতিপাত করে
আরেক পথ ভোলা পথিকের দেশ পাকিস্তান!
তথাকথিত মৌলিক গণতন্ত্রের ধারক
আজ তাদের মানবিকতাও তথৈবচ!
মায়ানমারেও একটা 'সরকার'-
আছে জগাখিচুড়ি মার্কা
'সামরিক গণতন্ত্র' যার নাম!
পশ্চিমা রক্তচক্ষু উপেক্ষা করেও
ফিকে হয়নি তাদের সেই বিতাড়ন নীতি!
আমেরিকান গণতন্ত্র এখন সেকেলে
আশি উর্ধ্ব ব্যাক্তিটি রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে
মাথামোটা চিন্তা প্রয়োগ করলে
বিচারবিভাগীয় হস্তক্ষেপ পেয়ে বসে!
আধুনিকতার এই ভূপৃষ্ঠে আরো
কিছু তন্ত্র-মন্ত্রের অপেক্ষায় আছি!
রাশিয়ার মারণাস্ত্র!
পরাশক্তির ভেটো ক্ষমতা!
চীনের দমন পীড়ন!
বহুধর্মের দেশ ভারতের-
নিজস্ব গণতান্ত্রিক 'সিস্টেম'!
আর আমার দেশের একপেশে গণতন্ত্র!
ভোট ও মর্যাদার ঝোলা নিয়ে যারা-
রাঁধেন বাড়েন খান
তারাই বিড়বিড়িয়ে এড়িয়ে যান-
সেই উর্দির দাম্ভিকতা!
এখন তাদের গণতন্ত্র দরকার!
জনতার অধিকারের নামে বনে যান-
পেশাদার রাজনীতিক!
অথচ প্রদর্শনযোগ্য আয় দেখাতে-
তারাই বনে যান 'বিলাসী কৃষক'
কিংবা মৎস্যজীবী!
আজ আমি গণতন্ত্রের স্লোগানে কন্ঠকে মুমূর্ষু করিনি!
বিবেকের কাঠগড়ায় দাঁড় করিয়ে বিচার চাইনি,
আদতেই কি চাই আমি!
গণতন্ত্র নাকি ক্ষেমতা! স্লোগান নাকি স্তুতি!
বিভেদ বিষোদগার! নাকি দেশের উন্নয়ন!
১৬/০৯/২০২৩
০২ঃ৩৪ রাত