বুকের ভেতর টুবুটুবু গাঙ
তুমি দেহাও ভিজানোর ভয়
উজানের জলে বান ডেকে আনো
বুক চিরে কি দেখো? মেঘালয়?

আমার এই অসম্ভব প্রেম
চুপচাপ বিরহে নেয় রূপ
তোমাকে ঢেকে রাখি ধূপের পরতে
তারপর দেখি চতুর হিমালয়!

যেইখানে তুমি ছিলে
সেইখানে দেখি আজ শোক
বিরহ যে কত ছোঁয়াচে
তার মাঝে এই চোখ অপলক রয়!

০৪/০৭/২৪