এক শ্রেণির ছা-পোষা কবি আছে
নিতম্ব দুলিয়ে হেলেদুলে হাঁটে
কথিত কর্তাব্যক্তিদের পায়ে পায়ে
এই শ্রেণির কবিরা অ-কবি, উপকবি গোত্রীয়!

অসম্পূর্ণ যৌন লালসার দমিত ইচ্ছের ঘোরে,
মলমূত্রের ভাগাড়ে উহ্ আহ্তে যাদের জন্ম,
তারা আজ কবিসভা নিয়ে ব্যস্ত আছে!

তারা খণ্ড-ত দিয়ে অনেক আচানক 'কোঁবিতা' লেখেন বটে
কোথাও ডাক পেলে ছুটে ছুটে যান বটে
মাঝে মইধ্যে কবি পদক পান বটে
নিজেকে কবি পরিচয় দেন বটে!

শহরে বইমেলা হচ্ছে না জেনেও নীরব-সরব তারা
একবারও কি দাবী জানাবেন বইমেলা দরকার!

এ শহরে বাণিজ্য মেলা হয়
পিঠা উৎসব হয়
সভা সেমিনার হয়
এসবের কোন দাবী তোলে না কেউ!

আজ যথাযথ কর্তৃপক্ষ নেই বলে
আমরা ফেসবুকে দাবী তুলি
বইমেলা চাই! বইমেলা চাই!!  বইমেলা চাই!!!

২৫/০২/২৪
০১ঃ৫৬ রাত