দেশের কাকগুলো পালিত নয়,
তবুও তারা একেক সময়-
একেক রকমভাবে হাঁকডাক ছাড়ে।

এখন কাকেদের কোন প্রতিবাদ সভা হয় না,
তারা কি প্রতিবন্ধী হয়ে গেলো নাকি?
আগে প্রায়শই দেখতে পেতাম ময়লার ভাগাড়ে,
আজকাল সেখানেও দেখি তারা নেই।

আমাদের কাকগুলো-
এখন আর আমাদের নয়,
তাই তারা কোন দাবীও ওঠায় না যত্রতত্র।
তারা বুঝতে শিখে গেছে 'তলে তলে টেম্পো চলে'

২৭/০৯/২৪
০৮:১৯ রাত