যুদ্ধ ও শান্তির দ্বৈরথ বেশ পুরনো
অথচ-
মানুষ যুদ্ধ করে রাজত্ব কায়েমে।
শেষমেশ শান্তি খুঁজতে চায়
উর্বশী রমনীর দেহে, ভাঁজে ভাঁজে।

প্রতিবেশী কুচক্রী মানুষটাও
হতবাক হয়ে যায়
রাষ্ট্রীয় বঞ্চনার কাছে-
নতিস্বীকার করে নিজস্ব বেদনারা।
সমস্বরে বলে ওঠে-
আমাদের কোন জৈবিক তাড়না নেই।

যে মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে-
যুদ্ধে যায় দলবেঁধে,
ফিরে আসে একা,
একজন 'শহীদ' অন্যজন 'গাজী'
এও কি দ্বৈরথ নয়?

আমরা দূরত্বের সীমানা না টেনে
ঝাঁপিয়ে পড়ি আগামীর যুদ্ধ জয়ে
আমাদের কোন নিয়ম নেই
আমাদের কোন উচ্চাকাঙ্ক্ষা নেই।

১৭/০৮/২০২৪
১১:০০ সকাল