ব্যক্তিগত আলাপচারিতায়
আমি তোমার বিপক্ষে গিয়েছি
মধ্যরাতে শতভাগ পক্ষে থেকেও
হারিয়েছি সান্নিধ্য তোমার,
তারপর-
ভৌতিক কাহিনীতে কত শত গল্প,
আরো কত শত বছর
তোমার সাথে দেখা নেই, দেখা হয় না।

বালিকাটা নিমরাজি
বালিকাটা খুব পাজি

এ শহর আনকোরা, ধূলিময়!
নিজের জন্য কিছুই রাখি নি

ফেলে আসা পথ ভালো থেকো
পদচ্ছাপ মুছে দেয় ঝোড়ো হাওয়া।।

১১ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিঃ
০৬ঃ১৭ বিকেল