কাজলদিঘীর স্বচ্ছ জলে ঢেউ খুঁজি নি
ইচ্ছে আকাশ ধরতে পারি ছুঁয়ে
আকাশও তাই দিচ্ছে সাড়া নুয়ে
বুঝলে তুমি তবুও নাকি প্রেম বুঝি নি!

নিরুদ্বেগে ফিরতে গেলে বাড়ি
প্রেম পিয়াসী দিলো তাতেই আড়ি
সে কি বোঝে মনের কোণে দুঃখ বোনে মেঘ
ঝরতে গেলে বাদ-সেধেছে অপচ্ছায়া বেগ

আচ্ছা, যারা খুবই রসিক কামুক চোখে
হাত নিশপিশ পায়ের পাতা সুড়সুড়ি
কোন বেয়ানে কথা দিলাম, ধুত্তেরি
কোন কবিতায় কষ্ট ওড়াও, খেয়াল রাখে লোকে

০৭/০৩/২০২৩
০২:৩৫ রাত