আমরা রাজনীতি সচেতন মহল
প্রায় প্রতিদিন ভাত গিলতে গিলতে
এখন এট্টু আরাম আয়েশ চাইতেছি।

ফুলের মধু খাব বলে যে ইচ্ছা ছিল
তা এখন লেবুর শরবত অবধি
যাক এটা নিয়ে মশকরা করিয়েন না।

বলিয়েন না আবার, তোমাদের আবদার
মিটাবার সামর্থ্য আমাদের নাই!
নাই, সেটা আমরাও বুঝি
বুঝি বলেই, মাঝে মাঝে মন্ডা খাই
আর মিষ্টির ঢেগ দিই আরি।

ইহাও একটি নিরেট আবেগী শব্দ
চয়নে ভুল হইতে পারে
কিন্তু, আবেগ লই তামাশা করিয়েন না।

আমরার পেট আর তলপেট এক্কই জাগাত
কিছু কইলে বমি করি দিমু
হে'শমে বুইজবেন, অ'ন আবদার অইলেঅ
এগেছ কিন্তু মৌলিক দাবী আছিলো।

১৭/০৯/২৪
০৩ঃ১৪ রাত