যদি তুমি মনে করো, কিছু মনে করিনি
তোমার ভাবতে দেরি, আমার বুঝতে দেরি নেই
তারপর,
আমাদের আর কোন অভিমান নেই
মানে কোন সম্পর্কও নেই

কেন খোঁজ রাখলে না,
এ মনে অভিমান জমেছিল কত
পাহাড় চাপা বুকে তাই, বুঝিনি সে ক্ষত
ও দুটি চোখে চোখ ফেরানোর কোন
তাগাদাও নেই
তারপর,
আমাদের আর কোন অভিমান নেই
মানে কোন সম্পর্কও নেই

আবার যদিও কোনদিন দেখা হয় পথে
তাড়াও থাকবে না সে উল্টো রথে
পথের শেষে যদি আরও পথ থাকে
মাড়াবো না সে পথ আর হেয়ালির ফাঁকে
তারপর,
আমাদের আর কোন অভিমান নেই
মানে কোন সম্পর্কও নেই

০১/০৪/২০২৫
০৮:১৪ সকাল