স্বপ্নের সাথে হয় না বনিবনা,
সুখের সাথে আজন্ম বৈরিতা।
তারপরও, এই শরতে-
তোমার কাছে যাবার কথা ছিলো।
মুগ্ধ হয়ে নয়ন মেলে তোমাকেই,
আবার দেখার কথা ছিলো।
সময় হলো কই?
মনচিত্র বড়ই বিচিত্র!
মাটির আবেগ দিয়ে মানুষ তৈরি হয়,
মানুষ নিষ্ঠুর হলে মাটি হয়ে যায়।
নিত্যদিন বৈরী হয় ছোঁয়াচে প্রণয়,
আমারও মাটি হতে ইচ্ছা লয়।
অদ্ভুত অচেনা সময়, মরণে করিনা ভয়।
আমার সরলতায় বিধি তোমাকে গড়েছে,
কেমনে অমর হবে? আমি যদি না থাকি বেঁচে!
মনচিত্র খুবই আশ্চর্য!
কাগজটা ছুঁয়ে দিলাম, ফুল হয়ে গেলো!
অন্ধ ভ্রমর মাতোয়ারা, আশ্চর্য অনুভবে শুধায় পরম্পরা।
প্রণয়ের আবেশ পেতে উতলা প্রজাপতি,
বসন্তের আগমনী শোনায় যুবতী কোকিল।
আবেদনময়ী হয় ফাল্গুনী ফুল।
আমিও হই ব্যাকুল!
মনচিত্র বড়ই বিচিত্র! মনচিত্র খুবই আশ্চর্য!