এ বিরতি দীর্ঘস্থায়ী হোক
তুমিও হাঁফ ছেড়ে বাঁচো নিরিবিলি
কর্মঘণ্টার আদলে মগজ-
জল ফোটার তাপমাত্রায় ফুটে
ধমনীর এই উল্লম্ফন কিছুটা স্তিমিত হলেই
বুঝে নিও আমি অন্যমনস্ক আছি
এ যাত্রায় বিরতি দীর্ঘায়িত হোক

চোখ দুটো অসাড় হয়ে থাকে বলে
ভেবোনা আমি কিছুই দেখতে পাই না
ভূমিকম্প এলে আমরা জলে তাকাতাম
হৃদকম্পন শুরু আমি চোখে তাকিয়ে বুঝি
চোখের পাপড়ির ভেতর নড়ে চড়ে জানান দেয়
সে নির্বিকার থাকবে না কোন বিরতিতে
বিরামহীন চলতে থাকা-
বুকের বাঁ পাশটাতেই শুধু বিরতি দরকার!

আর পারছি না! আমাকে ধরো! আমাকে ধরো!
আমার পুরো দেহ জুড়ে বিরতি নেমে আসছে!
ধেয়ে আসছে প্লাবনের মত করে
আমাকে ভাসিয়ে নিতে আসছে ওই উজানের ঢল!

৩০/০৯/২৩
১২:৩৪ দুপুর


Midday break on the left side of the chest
- Gazi Tarek Aziz

Let this break last
You also breathe and live quietly
The brain according to working hours.
Water boils at the boiling point
This jump of the arteries is only slightly slowed down
Understand that I am different
Let the break in this journey be prolonged

Eyes become numb
Don't worry I can't see anything
When there was an earthquake, we looked into the water
I can see the start of heart palpitations
In the eyelids, it is said to move
He will not be silent at any interval
Continuous running-
Just need a break on the left side of the chest!

I can not!  Catch me!  Catch me!
Breaks coming down all over my body!
Coming like a flood
The upstream tide is coming to take me away!

30/09/23
12:34 PM