প্রেম, একটি অপরিণত বৃক্ষের ফল
তারপর, অনাদিকাল কেটে যায়
আরেকটি পুরুষ বৃক্ষের অপেক্ষায় থেকে
দিনেদিনে যুবক হয়ে যায় বৃদ্ধ
মানুষের জীবনও এক রিলে-রেস
পিতামহ, পিতা, আপন, পুত্র এভাবে সেভাবে
দেহের ভেতর চলে আরেক দেহের গান
এভাবেই ক্রমে হারিয়ে যায় মানববংশ
নির্মাণ চেয়ে যারা ধ্বংস ডেকে আনে
বিনির্মানের গান ঢাক বাদ্য পিটিয়ে শোনায়
ইতিহাসের পাতা আবার পুনরাবৃত্তি ঘটে
আমরা আলাদা রাস্তা বানাই, মহাকাশের।