কাকে দুঃখ দেব আমি
এক শতাব্দী সময়ের সমুদ্র অপেক্ষার পর
না জানি, আজ এসে কী বলবে!
আমি সেই সে কথা
জাদুকরী সুখ
কিছু উপলক্ষ নিয়ে মাতিয়ে তুলতে চাই!

ফলবতী বৃক্ষটা নুয়ে পড়েছে-
বিভেদের প্রাচীন সময়ের ডিঙায়
আমিও আজ সমুদ্র উগলাবো
কিছু দুঃসহ সময়
কিছু পাথর অনুভূতি
কিছু হাহাকার
কাকে যেনো ফেরত দিতে চাই?

কাউকে ঠাহরে আসে না
নোনাজল, এখানে বিনামূল্যে বিকিকিনি হয়!
মাস যায় বছর গড়িয়ে
তবু গুরুত্বহীন থেকে থেকে-
নিজেই নিজেকে নিঃশেষ করে কেউ কেউ!

আমিও তার কাছে থেকে চেয়ে নিলাম
সময়ের অপচয় ও সীমিত আকাঙ্খা!

তারপর-
ঢেউয়ে ঢেউয়ে উপচানো জল পাড়ি দিয়ে
আবার তোমাকেই তুলে আনবো সমতলে

এই যদি সংকল্প হয়! তবে অপেক্ষায় থেকো
এই অমানিশা এই ঘোর-
না জানি প্রণয়ে কত কাতর করে তোমাকে-আমাকে!

১৪/০৯/২০২৩
০২ঃ০৩ রাত